হ্যালো বন্ধুরা,

আজ আমি দেখাবো কিভাবে আপনার কোনো বন্ধু আপনার ওয়াইফাই এর পাসওয়ার্ড জানা থাকা সত্ত্বেও ওয়াইফাই ব্যবহার করতে পারবে না।
অনেক সময় নিজের না চাওয়া সত্ত্বেও বন্ধুকে ওয়াইফাই এর পাসওয়ার্ড দিতে হয় কিন্তু আপনি এই Setting করে রাখলে আপনার বন্ধু Wi-Fi Password দেওয়ার পরও Connect করতে পারবে না ।। Denied দেখাবে ।।

প্রথমেই আপনি আপনার ওয়াইফাই এর সাইটে প্রবেশ করেন । Site

এরপর Username & Password দিয়ে লগইন করুন ।কোনো রাউটারে শুধু পাসওয়ার্ড চাইতে পারে।।
Wifi Password
এরপর নিচে দেখবেন Wireless নামে একটি অপশন আছে ওটায় ক্লিক করেন।
Wifi Password
এরপর Mac Filtering অপশন এ ক্লিক করুন।

Wifi Password
এখন এখানে আপনাকে যতগুলো ফোন ওয়াইফাই কানেক্টেড রাখতে চান সেগুলোর Mac Address সেট করতে হবে ।। এর জন্য Mac address এ ফোনের Mac Address দিবেন ।। Description এ যেকোন Name দিতে পারেন , শুধু সংখ্যা অথবা Symbol দিতে পারবেন না ।। এরপর Add button এ ক্লিক করুন। এভাবেই সব ফোন Mac Address সেট করবেন।
Wifi Password
Wifi Password

আপনার ফোনের Mac Address কোথায় পাবেন !!

এরজন্য ফোনের Setting এ চলে যান ।সেখানে আপনি দেখতে পাবেন WiFi নামে একটি অপশন আছে ওটায় ক্লিক করুন।
Wifi Password
এখন Additional Setting এ ক্লিক করুন।
Wifi Password
একটু নিচে Scroll করলে দেখতে পাবেন।।
Wifi Password

ভালো লাগলে লাইক করতে পারেন 🙂 !

ধন্যবাদ

ভুল ত্রুটি ক্ষমা করবেন